নিজস্ব প্রতিবেদক
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ইপিআই কর্মসূচীর অংশ হিসেবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন ২০২৪ এর শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক ও সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply