শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪, ৫.৩৮ পিএম

সারাক্ষণ প্রতিবেদক  

দুই বাংলার দর্শকনন্দিত খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। ১৯৭৪ সালের ১ জুন আজকের এই দিনে পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন এই তারকা অভিনেতা। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মা নমিতা চৌধুরী। কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষে রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ডিপার্টমেন্টে ভর্তি হন তিনি।
ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি টান ছিল। পরে মঞ্চনাটকের প্রতি একটা আগ্রহ জন্মে। চারুকলার ছাত্র থাকাকালীন সময়ে ১৯৯৬ সালে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন চঞ্চল। এর মাধ্যমে অভিনয় জীবনের শুরু। তার অভিনীত প্রথম মঞ্চনাটক আরণ্যক নাট্যদলের ‘কালো দৈত্য’। পরবর্তীতে এই নাট্যদলের ‘সংক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘শত্রুগণ’সহ অনেক নাটকে কাজ করেন তিনি।
পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০০০ সালে ফরিদুর রহমান পরিচালিত ‘গ্রাস’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে পদার্পন করেন তিনি। এরপর মোস্তফা সরওয়ার ফারুকীর ‘তাল পাতার সেপাই’ নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন চঞ্চল। ২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘রূপকথার গল্প’ সিনেমার মাধ্যমে  চঞ্চলের বড় পর্দায় অভিষেক ঘটে। ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় সোনাই চরিত্রে অভিনয় করেনি এই অভিনেতা।তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- রূপকথার গল্প, মনপুরা, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবী, পাপ পুন্য, হাওয়া।
এ ছাড়াও তার অভিনীত টেলিভিশন নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য- তৃতীয় পুরুষ, ওয়ারেন, নিখোঁজ সংবাদ, ছায়াবাজি,গাধা নগর, সিল ভাড়ী, সম্পত্তি, হপাই, প্রেম সৈনিক, অফ সাইড, প্রযত্নে ভালোবাসা, তিন গাধা, সিন্ধুকনামা,প্রেম কুমার, প্রাইভেট রিক্সা, বউ ও পাত্রী চাই ইত্যাদি। চঞ্চল চৌধুরী ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে যাচ্ছেন।
তার জনপ্রিয় কিছু ওয়েব সিরিজ হচ্ছে- কারাগার ১, কারাগার ২, বলি, মুন্সিগিরি, তাগদির, উনোলৈকিক, ডার্ক রুম ইত্যাদি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো দর্শক জরিপ পুরস্কার ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি মোট ১২টি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024