নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের নির্বাচনে ফল কিভাবে এগোচ্ছে তাতে সেখানে ইমরান খানের পিটিআই পার্টি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখনও পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আসন পাওয়ায়- স্বতন্ত্র সদস্য এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি মিলিতভাবে সরকার গঠন করতে পারে বলে মনে করছেন পাকিস্তানের বিশিষ্ট থিঙ্ক ট্যাংক সাংবাদিক মিস্টার নাজম।
মিস্টার নাজমের মতে পাকিস্তানের এবারের নির্বাচন এ যাবত কালের ভেতর সবথেকে ফ্রি এবং ফেয়ার ইলেকশন।
তিনি মনে করেন এই ইলেকশন বাস্তবে একটি সিলেকশনে রূপ নেবে বলে অনেকে যে ভবিষ্যৎবাণী অনেকে করেছিলেন- পাকিস্তানের জনগণ তা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছেন।
যার ফলে পাকিস্তানের নির্বাচনের ফল যেভাবে এগোচ্ছে এটাকে একটা চমকে দেওয়া রেজাল্ট বলা যেতে পারে।
যদিও পাকিস্তানের রাজনীতিতে সেখানকার সেনাবাহিনীর একটা বড় ভূমিকা থাকে। এবারও যে ছিল না তা নয়। এটা স্বীকার করেই মিস্টার নাজাম বলনে, এ ধরনের নির্বাচন সম্ভব হয়েছে কেবলমাত্র পাকিস্তানের জনগণ সাহস করে কথা বলেছে বলেই।
পাকিস্তানের অধিকাংশ থিঙ্ক ট্যাংক মনে করেন এই নির্বাচনের ভিতর দিয়ে যে সরকার গঠিত হবে তা বাস্তবে আন্তর্জাতিক সকল ক্যাম্পকে সঙ্গে নিয়েই চলার চেষ্টা করবে।
যে কারনে এই নির্বাচন মালদ্বীপ ও অন্যান্য দেশের মতো অন্য কোনো একটি বড় দেশের বিজয় বলে চিহ্নিত হবে বলে তারা মনে করেন না।
Leave a Reply