শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

সাথী-সামান্তা’র গানে অভিনয়ে মুগ্ধ দর্শক শ্রোতা

  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪, ৬.৫৮ পিএম

সারাক্ষণ প্রতিবেদক 

নরসিংদী’র ইব্রাহীম মোল্লা ও রাজিয়া সুলতানা দম্পতির দুই কন্যা সাথী খান ও সামান্তা পারভেজ। বড় বোন সাথী খান এ দেশের সংগীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় ফোক গানের নন্দিত শিল্পী। আর ছোট বোন সামান্তা পারভেজ নাট্যাঙ্গনের একেবারেই নতুন প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী।

ছোটবেলায় দুই বোনই একসঙ্গে গান শিখতেন। কিন্তু একটা সময় এসে সাথী গানে নিয়মিত হলেও সামান্তা সরে আসেন। নরসিংদীতেই সাথী প্রথম ওস্তাদ কামাল সিদ্দিকের কাছে গান শিখেন। এরপর ঢাকায় এসে বাউল শফি মণ্ডলের কাছে ফোক গানের তালিম নেন। অন্যদিকে সামান্তা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। তবে অভিনয়ের প্রতি তার খুউব টান ছিল বিধায় পরিচালক তপু খানের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথম তপু খানের ‘সময়ের গল্প’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।

এরপর ইমরাউল রাফাতের ধারাবাহিক (অপ্রচারিত) ‘মনজিল’-এ অভিনয় করেন। নাটকে প্রথম অভিনয় করে সামান্তা সাড়া ফেলেন সজীব খানের ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’-এ অভিনয় করে। সাথী খানের প্রথম মৌলিক গান ছিল শেখ নজরুলের লেখা ‘মইরা গেলে কানবা ঠিকই বাঁইচা থাকতে বুঝলা না’। গানটির সুর করেছিলেন ফিদেল নাঈম। এরপর তার আরো ৪০টিরও বেশি গান প্রকাশ পায়। যার মধ্যে বেশি সাড়া ফেলে ‘আমি এক এমন পাখি’, ‘একা থাকা শিখে গেছি চিন্তা কইরোনা’, ‘বনমালী’, ‘সাপের ছোবল’। আগামী ঈদে এসএটিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে গান গাওয়ার কথা সাথীর।

তবে দেশের বাইরে একটি শোতে যাওয়ার কথা ছিল বিধায় অনেক টিভি শো বাতিল করতে হয়েছে। সাথীর ছোট বোন সামান্তা অভিনীত কয়েকটি আলোচিত নাটক হলো ‘মায়া’, ‘চিমটি’, ‘গজ ফিতা’, ‘পছন্দের জামাই’ ইত্যাদি। আগামী ঈদে মোশাররফ করিমের সঙ্গে তিনটি, শামীম হাসান সরকারের সঙ্গে তিনটি, জাহের আলভীর সঙ্গে তিনটি এবং আরশ খানের সঙ্গে একটি নাটক প্রচার হবে।

এদিকে সাথী খানেরও নতুন কয়েকটি মৌলিক গান ঈদে প্রকাশ পাবে। গান নিয়ে সাথী খানের স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘একটা সময় স্বপ্ন ছিলো চ্যানেলে চ্যানেলে নিজের গান গাইব। এই স্বপ্নটা পূরণ হয়েছে। তবে আমি গানে আমার ভয়েজটা সিগনেচার টোন হিসেবে রেখে যেতে চাই। ফোক গানে মমতাজ আপা যেমন একটি অনন্য অবস্থান সৃষ্টি করেছেন, ফোক গানে তাকে সবাই আদর্শ মনে করেন। আমি নিজেকে এমন একটি অবস্থানেই দেখতে চাই।

আর আজ আমি গানের জন্য নিজে পুরস্কৃত হচ্ছি, আগামীতে আমি যেন কারো হাতে সেই সম্মাননা তুলে দিতে পারি সেই অবস্থানে যেতে চাই।’ সামান্তা পারভেজ বলেন, ‘মেহজাবীন আপুকে দেখে দেখে আমি অভিনয়ে অনুপ্রাণিত হয়েছি। ভীষণ ভালোলাগে জয়া আহসান আপার অভিনয়। আমি এখনো অভিনয়ে একেবারেই নতুন। এমন কিছু ভালো ভালো গল্পে কাজ করে যেতে চাই যেন আমি না থাকলেও এই কাজগুলো যেন আমাকে মনে করিয়ে দেয় সবাইকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024