সারাক্ষণ ডেস্ক
পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
১. যে কোন কাজে কেউ সফল হলে শুধু কাজের ক্ষেত্রে নয় মানসিকভাবেও প্রশান্তি পায়।
২. যে কোন লক্ষ্যে পৌঁছানো একটি চলমান বিষয়, তাই প্রতি মুহূর্তের অগ্রগতিকে প্রশংসা করতে হয়।
৩. কোন একজন কখনই একটি গ্রুপের থেকে বেশি বুদ্ধিমান হতে পারে না।
৪. যে কাজগুলো করে কোন ভালো ফল পাওয়া যাবে না সে কাজ কখনই করা উচিত না।
৫. সাফল্য যেমন কখন চিরস্থায়ী নয় তেমনি কোন ব্যর্থতাও জীবনকে শেষ করে দেবে এমন মনে করার কোন কারণ নেই।
৬. জীবনে শেখা যেদিন মানুষ বন্ধ করে দেয় ওই দিনই তার জীবন শেষ হয়ে যায।
৭. কোন কিছু প্রতিরোধ করতে সময় ও পরিশ্রম ব্যয় না করে আরো বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে এগিয়ে নেয়া উচিত।
৮. ভালো মানুষগুলোর সাফল্য দেরিতে আসতে পারে তবে তারা সব সময়ই ভিন্নভাবে এগিয়ে চলেন।
Leave a Reply