২১. মহাপুরুষ রাজী হলেন। একজন অতিথি মদের পাত্র তুলে শিষ্যদের জন্য মদ ঢেলে দিতে লাগলেন। ঢালতে ঢালতে তিনি বললেন: “তোমরা মনের সাধে পান কর, তোমাদের গুরুদেব রাজী হয়েছেন। আজ তোমরা মাতাল না হওয়া পর্যন্ত খেয়ে যাও।”
২২. ওয়াং ছি অবাক হল : এতটুকু মদের পাত্র, একজন এক পেয়ালা মদ নিলে আর কতটুকু থাকবে, মাতাল হওয়া তো দূরের কথা। সে তাড়াতাড়ি একটি বড় পেয়ালা তুলে সামনে হাত বাড়াল, তার ভাবনা তার ভাগ্যে হয়ত মদ জ টবে না।
২৩. ওয়াং ছি ভাবতে পারে নি যে মদের পাত্র ছোট হলেও তার মধ্যে মদ অনেক, ঢেলেও শেষ করা যায় না। প্রত্যেক শিষ্য তিন পেয়ালা করে মদ খেল, তবুও পাত্রের মদ বিন্দুমাত্র কমল না। এই অবস্থা দেখে ওয়াং ছি অবাক হল।
২৪. অপর অতিথি বললেন: “আমরা মদ পান করতে করতে চাঁদের আলো উপভোগ করছি। যদিও আমরা সবাই খুশী, তবু একটু খুঁত থেকে যাচ্ছে। আনন্দ উপভোগ করতে যদি আমি দেবী ছাং-এ’ কে এখানে নৃত্য করবার জন্য আহ্বান করি তাহলে কেমন হয়?”
Leave a Reply