শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

নাচে, গানে, উপস্থাপনায় ব্যস্ত ইয়াসমিন লাবণ্য

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১.৫৭ পিএম

সারাক্ষণ  প্রতিবেদক

ইয়াসমনি লাবণ্য একাধারে একজন নৃত্যশিল্পী, গায়িকা এবং উপস্থাপিকা। একজন নৃত্যশিল্পী হিসেবে ২০১৫ সালে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে (ঢাকা) তিনি তার চাকরি জীবন শুরু করেন। বর্তমানে তিনি সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে কর্মরত আছেন।

একজন নৃত্যশিল্পী হিসেবে শিল্পকলা আয়োজিত বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাকে নৃত্য পরিবেশন করতে হয়। গেলো নৃত্য দিবস এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তিনি নৃত্য পরিবেশন করেন। যেহেতু সংস্কৃতির তিনটি শাখায় তার বিচরণ তাই শিল্পকলা একাডেমির সবাই তাকে বেশ ভালো করেই চিনেন জানে। লাবণ্য তার কাজের প্রতি শতভাগ দায়িত্বশীল এবং সচেতন বলেই তার ওপর অনায়াসেই তার ঊর্ধ্বতনরা আস্থা রাখেন।

গত ৪ জুন শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ’ অনুষ্ঠানে উপস্থাপনা করেন লাবণ্য। আবার গতকালই একই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন লাবণ্য। মূলকথা বেশ ব্যস্ততার মধ্যদিয়েই তার প্রতিনিয়ত সময় কাটে। তবে নাচ ও উপস্থাপনার চেয়ে গানের জন্য তিনি বেশি ভালোবাসা পেয়ে থাকেন। ভীষণ মিষ্টি কণ্ঠের এই গায়িকা আগামীতে নতুন কিছু ভালো ভালো গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছেন।

এরই মধ্যে কয়েকটি গানের কাজ শেষ করেছেন লাবণ্য। মিউজিক ভিডিও’র কাজ শেষ হলেই আগামী ঈদে বা তার পরে গানগুলো প্রকাশ পাবে। এরই মধ্যে লাবণ্য জানালেন আগামী ঈদে দেশ টিভি’র সরাসরি গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। তবে ঈদ আসা পর্যন্ত আরো দু’একটি টিভি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানের বিষয়ে চুড়ান্ত হতে পারে। লাবণ্য’র কন্ঠে প্রকাশিত মৌলিক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘কল্পনা’, ‘ স্বপ্ন দেখা শুরু’, ‘দেখোনা’, ‘স্বাগতম বৈশাখ’, ‘তুমি আসলেনা’, ‘ভালোবাসি কতো যতনে’ ইত্যাদি। তবে সর্বশেষ তার কন্ঠে প্রকাশিত শ্রোতাদের বেশি মুগ্ধ করেছে ‘শুধু তোমারই ভাবনায়’ গানটি। ‘প্রিয় গান’ প্রেজেন্টস এই গানটি লিখেছেন তমাল বোস, মিউজিক করেছেন মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ।

এদিকে আজ লাবণ্য’র জন্মদিন। লাবণ্য বলেন, ‘ একজন ভালো মানুষ হিসেবেই নিজেকে গড়ার চেষ্টা করেছি। জানিনা কতোটুকু পেরেছি জীবনের এই চলার পথে। গান ভালোবাসি ভীষণ। কিছু ভালো গান রেখে যেতে চাই। গানের পাশাপাশি নাচ আর উপস্থাপনা চলার পথের অলংকার। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, একটা সুন্দর জীবন যেন যাপন করতে পারি।’

উল্লেখ্য, ইংরেজি সাহিত্যে অনার্স ও সংগীতে মাস্টার্স (প্রথম শ্রেণিতে প্রথম, ইউনিভার্সিটি অব ডেভেলপম্যান্ট অলটারনেটিভ) করা লাবণ্য মাছরাঙ্গা টিভিতে নিয়মিত উপস্থাপনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024