সারাক্ষণ ডেস্ক
অভিনেতা রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটি মুক্তির ষষ্ঠদিনে পুরো ভারতে ২ কোটি রুপিও কম আয় করেছে।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটি মুক্তির ষষ্ঠদিনে ১.৭৫ কোটি রুপি আয় করেছে।ধর্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর ।সিনেমাটি পরিচালনা করেছেন শরণ শর্মা।৩১ মে সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাটি মুক্তির প্রথমদিন ভালো ব্যবসা করলেও আস্তে আস্তে সিনেমাটির আয় কমতে থাকে। মুক্তির ষষ্ঠদিনে সবচেয়ে কম আয় করে সিনেমাটি।পুরো ভারতে এ পর্যন্ত সিনেমাটি মোট আয় করেছে ২২.৬০ কোটি রুপি।
সিনেমাটির গল্প হচ্ছে এমন, একটি সুখী দম্পতি।যাদের পুরো আবেগ এবং ভালোবাসা ক্রিকেটকে ঘিরে।সিনেমাটিতে জাহ্নবী মাহিমা চরিত্রে অভিনয় করেন। যিনি পেশায় একজন ডাক্তার।
মাহিমার স্বামী মহেন্দ্র মধ্য তার ক্রিকেটীয় প্রতিভা খুঁজে পান এবং তাকে একজন ভালো ক্রিকেটার হয়ে উঠতে সহায়তা করেন। রাজকুমার রাও সিনেমাটিতে মহেন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন।যিনি পেশায় একজন সাবেক ক্রিকেটার।বাছাইয়ে বাদ পড়ার কারণে তার জাতীয় দলে খেলার স্বপ্ন অপূর্ণ থেকে যায়।যিনি পরে তার স্ত্রীকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে উৎসাহিত করেন ও তাকে প্রশিক্ষণ দেন।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমাতে রাজকুমার ও জাহ্নবী ছাড়াও আরও অভিনয় করেছেন, রাজেশ শর্মা, কুমুদ মিশ্র এবং জরিনা ওয়াহাব।
Leave a Reply