শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিল্পপতি আব্দুল মোনেমের চতুর্থ মৃত্যু দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫.০৭ পিএম
বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেম

সারাক্ষণ ডেস্ক

আব্দুল মোমেন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম আব্দুল মোমেন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার ঢাকায় এর প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  ২০২০ সালের ৩১ মে ৮৩ বছর বয়সে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেম ১৯৩৭ সালের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় প্রকৌশলী ছিলেন। ১৯৫৬ সালে আব্দুল মোনেম লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠানটির পথচলা শুরু অবকাঠামো নির্মাণকাজের মধ্য দিয়ে।

পরে খাদ্য, পানীয়, চিনি পরিশোধনাগার, বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেন আব্দুল মোনেম। একে একে তিনি গড়ে তোলেন ইগলু আইসক্রিম, এএম বেভারেজ, আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, ম্যাংগো পাল্প প্রসেসিং, ইগলু ফুডস, ইগলু ডেইরি লিমিটেড, আব্দুল মোনেম সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যাল, এএম এসফল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিক্স, এএম রাইস ব্র্যান অয়েল কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান। কোকা-কোলা (এএম বেভারেজ লিমিটেড) এবং ইগলু তার হাতে প্রতিষ্ঠিত দেশবরেণ্য প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। এসব প্রতিষ্ঠানে বর্তমানে ১০ হাজারের বেশি মানুষ কর্মরত।

ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গড়ে তুলেছিলেন আব্দুল মোনেম ফাউন্ডেশন। নিজ গ্রাম বিজেশ্বরে প্রায় ৫২ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024