সারাক্ষণ ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী মি. নরেন্দ মোদির সে দেশের রাজ্য অরুণাচল সফর নিয়ে চায়না যে আপত্তি জানিয়েছিলো সেটা আজ এক ধরনের উড়িয়ে দিলো ভারত সরকার।
চায়না দাবী করেছিলো ওই রাজ্য তাদের এলাকা। এবং সেখানে মোদির সফরের তারা বিরোধীতা করে।
ভারত আজ জানিয়ে দিলো এটা ভারতের রাজ্য। এবং সম্পূর্ন রূপে তাদের এলাকা। এ নিয়ে চায়নার এ ধরনের বক্তব্য দেবার কোন এক্তিয়ার নেই।
Leave a Reply