সারাক্ষণ ডেস্ক
সিঙ্গাপুরের প্রাইমারী স্কুলের ছাত্রী সোফি ২০২২ সালেও পড়াশুনার বাইরে ছিলো একজন শিশু নৃত্য শিল্পী। নাচকে সে ভালোও বাসতো।
২০২২ সালে কোভিডে আক্রান্ত হবার পরে এখন একের পর এক লং কোভিড সমস্যায় ভুগছে। যার ভেতর রয়েছে মাথা ব্যথা ও এবং সব কিছু জোড়া জোড়া দেখা ( অর্থাৎ ডাবল ভিশন) ।
সর্বোপরি এখন সে যন্ত্রের সাহায্য ছাড়া হাঁটতে পারে না। আর এ কারণে তাকে ছাড়তে হয়েছে স্কুল। প্রায় সময় কাটাতে হচ্ছে হাসপাতালে।
Leave a Reply