অধ্যাপক ডা: সৈয়দ সামসুদ্দিন আহমেদ
Ingrown Nail (ইনগ্রাউন নেল) যে কোন হাতের বা পায়ের আঙ্গুলে নখে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পায়ের বুড়ো আঙ্গুলের নখে বেশি হয়। সাধরণত নখের দুই পাশে নখ বা চামড়াতে প্রদাহ এবং সংক্রমণ হয়। সাধারণত হাতে ও পায়ের আঙ্গুলের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস (ছত্রাক) সংক্রমণ হয়।
চলুন জেনে নেওয়া যাক কারণ গুলো : ক) টাইট জুতা ব্যবহার। খ) পায়ের দুই আঙ্গুলের মাঝখানে অতিরিক্ত আদ্রতা ও অপরিছন্নতা। গ) পায়ের আঙ্গুলে আঘাত পাওয়া এবং Improper Nail Trimming. (অস্বাভাবিকভাবে নখ কাটা)। ঘ) ট্রমা বা আঙ্গুলে খোঁচা খাওয়া। ঙ) ধারালো পিন ও বস্তু দ্বারা আঘাত পাওয়া। চ) অস্বাভাবিক ডায়বেটিক।
উপসর্গ এবং লক্ষণ: ক) লাল রং প্রদাহ। খ) আঙ্গুলে ব্যাথা। গ) আঙ্গুলে নেইল ফোল্ড ফুলে যাওয়া। ঘ) পেঁকে যাওয়া বা পুজ জমা হওয়া। ঙ) নেইল ফোল্ডে ঘাঁ হওয়া।
চিকিৎসা : ক) পুজের পরীক্ষা করে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের প্রকারভেদ সঠিক এন্টিবায়েটিক নির্ণেয় করা। খ) Conservative/ Non operative Treatment: এন্টিবায়েটিক ও এন্টি ফাঙ্গাল মেডিসিন দেওয়া। গ) পাঁয়ের আঙ্গুলে নখ পরিস্কার রাখা। ঘ) টাইট জুতা না পরা।
Operative Treatment: ক) অতিরিক্ত ফুলে যাওয়া বা পুঁজ জমে গেলে অপারেশনের মাধ্যমে পুঁজ বের করে ফেলা। খ) প্রদাহ জনিত চামড়া এবং নেইল ফোল্ড এর অংশ কেটে ফেলা এবং ঘাঁ পরিস্কার করা। গ) ফিগার অব এইট (৮) সুচারের (সেলাই) মাধ্যমে নেইল ফোল্ডের নিচে নেইল বডারকে ঢুকিয়ে দেয়া। ঘ) Broad Spectram এন্টিবায়েটিক এবং এন্টি ফাঙ্গাল মেডিসিন দেওয়া। ঙ) কমপক্ষে ২ সপ্তাহ পর্যন্ত ঔষধ সেবন করা। চ) নখ এবং আঙ্গুলের ফোল্ডের ঘাঁ পরিস্কার রাখা।
লেখক: অধ্যাপক ডা: সৈয়দ সামসুদ্দিন আহমেদ
এমবিবিএস, ডি.টি.এম, পিএইচডি (প্লাস্টিক সার্জারী, জাপান)
সাবেক বিভগীয় প্রধান, বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইউনিট,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সাবেক ডিরেক্টর মাইক্রো-সার্জিক্যাল রিসার্চ
ইয়েল ইউনিভার্সিটি, আমেরিকা
সিনিয়র কনসালটেন্ট, ইবনে সিনা হাসপাতাল, ধানমন্ডি।
Leave a Reply