সারাক্ষণ ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশি এজেন্সিগুলোর ‘ভিসা হ্যান্ডলিং’ কার্যক্রম চলছিল এতদিন। যা আসলে বাংলাদেশি এজেন্সিগুলোর একটা শক্ত ‘সিন্ডিকেট’। এদের কারণে সেখানে যেতে আগ্রহী কর্মীদের অনেক বেশি খরচ হত।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলন করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল ।
তিনি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর ও সরকারের নতুন কিছু সিদ্ধান্ত জানিয়েছেন।।
মি. নাসুশন প্রশ্নের উত্তর পর্বে জানান, “ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালে ই-ভিসার জন্য এখন থেকে সরাসরি আবেদন করতে পারবেন নিয়োগকর্তারা,”।
মালয়েশিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের খরচ কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও সাধারণ এজেন্টরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশটির সরকার অনুমোদিত যেসব বাংলাদেশি প্রতিষ্ঠান এতোদিন ধরে সেদেশে কর্মী পাঠাতে ভিসা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করতো তাদের বদলে এখন থেকে নিয়োগকর্তাই সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আগে প্রতি ভিসার বিপরীতে তাদের এক লাখ সাত হাজার টাকা করে দিতে হতো। এখন শ্রমিকদের লাখ টাকার বেশি খরচ কমবে।
Leave a Reply