সারাক্ষণ ডেস্ক
ইন্দোনেশিয়া তাদের ২০২৫ এর পঁচিশের বাজেট বড় করতে চাইলেও তা ২০২৩ এর স্টেট ফিনাস ল’ মেনেই করতে হচ্ছে।কারণ দেশটি’র মাইক্রো ইকোনমি আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ অনুযায়ীই চলছে।
এই দুই বহুমাত্রিক অর্থ প্রতিষ্ঠান দেশটির ঋনের হার ও ঋন নেয়ার বিষয়ে মোটেই উদার হবার পক্ষে নয়।
যে কারণে খুব বড় ধরনের ঘাটতি বাজেট ও যেমন দেশটি করতে পারবে না তেমনি তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা খুবই সচেতন ভাবে করতে হবে।
Leave a Reply