শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

ইসরায়েলি মন্ত্রিসভা থেকে হঠাৎ পদত্যাগ হেভিওয়েট মন্ত্রী বেনি গ্যান্টজ এর

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪, ১.৪২ পিএম
ইসরায়েলি মন্ত্রিসভা থেকে হঠাৎ পদত্যাগ হেভিওয়েট মন্ত্রী বেনি গ্যান্টজ এর

সিএনএন

ফিস্তিনের গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘যুদ্ধোত্তর পরিকল্পনায়’কোন ভাল লক্ষণ দেখতে না পেয়ে  যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন দপ্তরবিহীন মন্ত্রী বেনি গ্যান্টজ।

রোববার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘ভারক্রান্ত হৃদয়ে’ তাকে এ সিদ্ধান্ত নিতে হলো। একইদিন প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তাও পদত্যাগ করেছেন। “দুর্ভাগ্যবশত, নেতানিয়াহু আমাদেরকে সত্যিকারের বিজয়ের দিকে যেতে বাধা দিচ্ছেন, যা চলমান বেদনাদায়ক সংঘাতকে সমর্থন করছে।”

 

আইএসআইএসের হাতে পতনের ১০ বছর পর আবার প্রাণ ফিরে পেয়েছে ইরাকের মসুল

রয়টার্স

ইরাকের মসুলে পুনর্নির্মাণের কাজ অব্যাহত থাকায় ইরাকি পরিবারগুলি একটি পার্কে বসে আছে, ইসলামিক স্টেট জঙ্গিরা শহরের নিয়ন্ত্রণ দখল করার ১০ বছর পরে এবং ইরাকি বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিন বছর শাসন করেছিল৷

 

ইরাকের মসুলে পুনর্নির্মাণের কাজ অব্যাহত থাকায় ধ্বংস হওয়া ভবনগুলির কাছে শিশুরা ফুটবল খেলছে । ৭ জুন, ২০২৪।

    

মসুল গ্র্যান্ড মসজিদের একটি সাধারণ দৃষ্টিদৃশ্য। পুনর্নির্মাণের কাজ অব্যাহত রয়েছে । ৭ জুন, ২০২৪।

ইরাকি পরিবারগুলো একটি পার্কে বসে আছে যখন ইরাকের মসুলে পুনঃনির্মাণের কাজ চলছে ৭ জুন,২০২৪।

 

ফ্রান্সে আগাম নির্বাচনের ডাক প্রথম দফা ভোট ৩০ জুন

বিবিসি

ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থিদের এগিয়ে থাকার কারনে হতাশ হয়ে পড়েছেন  ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ । তাই দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন তিনি।

রোববারের নির্বাচনে ৭২০ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টে মধ্যপন্থি, উদারপন্থি ও সমাজতান্ত্রিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। এই নির্বাচন ফ্রান্স ও জার্মানির নেতাদের জন্য একটু ঝুঁকি হয়ে গেলো।  এতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান শক্তিগুলো এই ব্লকের নীতি কীভাবে পরিচালিত করবে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

গাজায় মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল

আনাদোলু

মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের পর একজন মা এবং শিশু। (ছবি: ইপিএ)

গত দুইদিন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এ বর্বর হামলায় নিহত হয়েছেন আরও ২৮৩ ফিলিস্তিনি । এতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে এখন ৩৭ হাজারে পৌঁছেছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহতের সংখ্যা ৮৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। আজ ১০ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024