নিজস্ব প্রতিবেদক
আজ বনানী চেয়ারম্যান কার্যালয়ে নবগঠিত জাতীয় পার্টি গাজীপুর মহানগর আহবায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ঐক্যবদ্ধভাবে পার্টিকে সু-সংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অক্টোবরের পূর্বে সকল ইউনিয়ন, থানা, উপজেলা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে গাজীপুর মহানগরের কাউন্সিল সম্পন্ন করতে হবে।
আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, গাজীপুর মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব শেখ মাসুদুল হক টিটু, সদস্য ফারুকুল ইসলাম প্রধান, মোস্তফা জামান, ডাঃ আজিজুর রহমান, ফয়সাল রানা, তসলিম উদ্দিন, মোঃ আমান উল্ল্যাহ, সাইফুল খান ও সাইফুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন, গাজীপুর মহানগর আহবায়ক কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন।
Leave a Reply