শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

বিটিভির ঈদের বিশেষ ‘কীর্তিমানের গল্পকথা’ অনুষ্ঠানে সোহেল রানা

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪, ৩.৫০ পিএম

সারাক্ষণ ডেস্ক

দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা, ক্রীড়া, আইন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ইত্যাদি নানা অঙ্গনের আলোকিত মানুষদের জীবনী নিয়ে নির্মিত ‘কীর্তিমানের গল্পকথা’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিনে বিগত ১৫ বছর যাবৎ প্রচারিত হয়ে আসছে। এ যাবৎ কয়েকশত মানুষের জীবনের উপর নির্মিত পর্ব প্রচারিত হয়েছে।

 

পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষ্যে এবার নির্মিত হল এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্ব। আর এই বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী অভিনয়শিল্পী, নায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভে সোহেল রানা।গত ৯ জুন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের অডিটরিয়ামে সেট বানিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। প্রায় পৌনে এক ঘন্টা ব্যাপ্তিকালের এই অনুষ্ঠানে আলাপন এবং তথ্যচিত্রের মাধ্যমে সোহেল রানার জীবনের নানা দিক তুলে ধরা হয়।

 

 

যেমন-যে পরিবারে জন্ম, বেড়ে ওঠা, শৈশব-কৌশোর, বর্ণাঢ্য ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার, চলচ্চিত্রে আগমন, চলচ্চিত্রে কিংবন্তীতুল্য মানুষ হয়ে ওঠা ইত্যাদি নানা বিষয় অনুষ্ঠানটিতে তুলে ধরা হয়েছে।অন্যান্য অঙ্গনের কিংবন্তীদের মত ইতোপূর্বে চলচ্চিত্র অঙ্গনের নায়ক রাজ রাজ্জাক, কবরী, ফারুক, সুজাতার মত কিংবন্তীদের জীবনীও বিগত বছরগুলোর এই অনুষ্ঠানের নানা পর্বে তুলে ধরা হয়েছে।

 

অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন কলামিস্ট, লেখক, টিভি অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র নির্মাতা সাজ্জাদ কাদির ও নির্মাতা নাজনীন দীপা।নির্মাণ ও উপস্থাপনা সাজ্জাদ কাদির। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টায় বিটিভি ও বিটিভি ওয়ার্লডে একযোগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024