বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

আজ মঞ্চে ‘বোধ’র প্রথম মঞ্চায়ন

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪, ৬.০০ পিএম

সারাক্ষণ প্রতিবেদক

নন্দিত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা হারুণ রশীদ তার ‘স্বপ্নঘুড়ি’ রেপার্টরি প্রযোজনায় আজ প্রথমবার মঞ্চে উঠছে নাটক ‘বোধ-কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা’। আজ বুধবার  সন্ধ্যা সাতটায় রাজধানীর শিল্পকলা একাডেমি’র পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন হারুন রশীদ।

নাটকটির গল্প প্রসঙ্গে হারুন রশীদ বলেন,‘ সহকর্মীদের স্বতঃস্ফুর্ত বিদায় সংবর্ধনার মধ্যদিয়ে শেষ হলো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আজমল হকের দীর্ঘ তিন দশকের চাকরি জবিন। সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের সেবা আর মানুষের কল্যাণে কাজ করে সুনাম কুঁড়িয়েছেন তিনি। অনুষ্ঠান ফিরে বাড়ি ফিরে সংবর্ধনা পাওয়া অভিনন্দনপত্রের বিভিন্ন স্তবক পড়ে আজমল হক যখন আবেগে আপ্লুত তখন একে একে তাঁর সামনে এসে উপস্থিত হয চাকরি জীবনে নানা কারণ ও প্রয়োজনে কাছে আসার কয়েকজন মানুষ।

ওইসব মানুষের কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা ঝড় তোলে আজমল হক-এর বোধের আঙ্গিনায়। এমন গল্প নিয়েই স্বপ্নঘুড়ির প্রথম প্রযোজনা বোধ। আমাদের স্বপ্নঘুড়ি আমরা উড়িয়ে দিতে চাই ফসলের ক্ষেত, বিরাণ ভূমি, অরণ্য, লোকালয়, শহর, বন্দর আর প্রত্যন্ত জনপদে। অংশ নিতে চাই সমতার সমাজ এবং মানবিক পৃথিবী প্রতিষ্ঠার মিছিলে, আন্দোলনে ও সংগ্রামে। সবাইকে নাটকটি দেখার জন্য বিনীত আহ্বান রইলো। আশা করি ভালোলাগবে সবার।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন হারুন রশীদ, রাজীব সালেহীন, শর্মীমালা, নিকিতা নন্দিনী, সিলভিয়া কুইয়া, তাজউদ্দিন তাজু , ঝুমু মজুমদার। মঞ্চ পরিকল্পনায় সাজু খাদেম, হআবহ সঙ্গীতে রমিজ রাজু, রূপসজ্জায় মোহাম্মদ আলী বাবুল, প্রযোজনা অধিকর্তা ও সমন্বয় এবং আলোক নির্দেশনায় ঠাণ্ডু রায়হান।

হারুন রশীদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. মোঃ আরিফুর রহমান, মোঃ সাইদুল ইসলাম ও তারিক হাসান তুহিনের কাছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মীমালা বলেন,‘ হারুন ভাইয়ের রচনা ও নির্দেশনায় আজ মঞ্চে উঠছি বোধ নাটকটি নিয়ে। সবাইকে জীবন থেকে নেয়া এই গল্পের মঞ্চায়ন দেখার জন্য বিনীত অনুরোধ রইলো। আশা করি স্বপ্নঘুড়ির প্রথম প্রযোজনা সবারই ভালোলাগবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024