বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

ঈদে ‘বাংলা স্টুডিও’তে গাইবেন সাব্বির, সালমা, স্বরলিপি ও শ্রাবণী

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪, ১০.০০ পিএম

সারাক্ষণ প্রতিবেদক

আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে সঙ্গীত বিষয়ক ঈদ বিশেষ অনুষ্ঠান ‘বাংলা স্টুডিও’। যদিও এটি বিটিভির নিয়মিত অনুষ্ঠান। কিন্তু ঈদকে ঘিরে বিশেষভাবে এবারের ‘বাংলা স্টুডিও’র আয়োজনকে সাজানো হয়েছে। আর এবারের আয়োজনে গান গাইতে দেখা যাবে শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামান, সালমা, স্বরলিপি ও শ্রাবনী সায়ন্তনীকে। সাব্বির জামান জানান তিনি এবং সালমা দুটি লালন সঙ্গীত ‘ধন্য ধন্য’ ও ‘মিলন হবে কতোদিনে’ গান দুটি ম্যাশআপ করে গেয়েছেন।

সাব্বির বলেন,‘ আমি আর সালমা দীর্ঘ দেড় যুগ ধরে সঙ্গীতাঙ্গনে গান গাইছি। কিন্তু এবারই প্রথম দুজন একসঙ্গে একইমঞ্চে দ্বৈত কন্ঠে তাও আবার লালন সঙ্গীত গাইলাম। আমাদের সঙ্গে র‌্যাপ গেয়েছে আসিয়া ইসলাম দোলা। সবমিলিয়ে দুটো গান এক কথায় দারুণ হয়েছে। সালমার কন্ঠে লালন সঙ্গীত অসাধারন। তারসঙ্গে আমিও চেষ্টা করেছি মন দিয়ে গান দুটো গাইতে। আশা করছি ভালোলাগবে শ্রোতাদের।’

জানে আলমের সঙ্গে স্বরলিপি গেয়েছেন দুটি গান। একটি ‘সবার জীবনে প্রেম আসে’, অন্যটি ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’। দুটি গান তারা দুজন ম্যাশআপ করে গেয়েছেন।স্বরলিপি বলেন, ‘ঈদের জন্য এই আয়োজন। যে কারণে অনেক পরিপাটি আর গুছানো ছিলো এবারের আয়োজন। জানে আলম বাই বাংলাদেশ পুলিশ-এ কর্মরত। তিনিও বেশ ভালো গেয়েছেন। আমাদের কন্ঠে এই দুটি গান আশা করছি ভালোলাগবে সবার।’

এদিকে গত ৮ জুন ‘বিশ^ভারতী বিশ^বিদ্যালয়’ থেকে এক মাসের ছুটিতে এসেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় গায়িকা শ্রাবনী সায়ন্তনী। ঢাকায় এসেই তিনি বিটিভি আয়োজিত এই অনুষ্ঠানে গান গাইলেন। শ্রাবণী গাইলেন, ‘তোরা বাতাস কর বাতাস বাতাস কর সখি মাথায় পানি ঢাল তোরা’ গানটি। গানটিতে তার সঙ্গে গেয়েছেন সাদিয়া লিজা। র‌্যাপ গেয়েছেন শ্রাবণী সায়ন্তনী।

শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, সেইসাথে কৃতজ্ঞতা অনুষ্ঠানের প্রযোজক আশরাফ বাবু ভাইয়ের প্রতি। দেশে ফিরেছি এক মাসের জন্য। ঢাকায় ফিরেই কাজে ব্যস্ত হতে পেরে ভালোলাগছে। সাব্বির ভাই, সালমা আপু, স্বরলিপি আপু’সহ আরো যারা ছিলেন সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালোলেগেছে। সবাই আমাকে এতো স্নেহ করেন, আমার কাছে মনে হয় এটাইতো জীবনের আশীর্বাদ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024