২৫. মহাপুরুষ উত্তর দেওয়ার আগেই ঐ অতিথি কথা বলতে বলতে একটি কাঠি ঘরের ভেতরের চাঁদের দিকে ছুড়ে মারলেন।
২৬. চোখের পলকে ঝলমল করে ছোট একটি পরী ঐ চাঁদ থেকে নেমে এল।
২৭. পরীটি লম্বায় এক ফুটের বেশী ছিল না, কিন্তু মাটিতে পা দিতেই সে মানুষের মতো লম্বা হয়ে গেল। তার কানে দুল এবং মাথার চুলে বিভিন্ন অমূল্য পাথর সাজানো ছিল, মণিমুক্তার রংবেরঙের আলোয় জমকালো পরিবেশের সৃষ্টি হল। মনে হল যেন সত্যি সত্যিই দেবী ছাং-এ’ মর্ত্যে নেমে এসেছেন।
২৮. দেবী ছাং-এ’ রূপী ঐ পরী সাবলীল মনোরম ভঙ্গীতে নাচতে লাগল।
Leave a Reply