সারাক্ষণ ডেস্ক
আমেরিকার হাউজ অফ রিপ্রেজেনটেটিভে চায়নিজ স্বল্প সময়ের ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে।
টিকটক নিষিদ্ধের এই বিল ৩৫২- ৬৫ ভোটে পাশ হয়েছে।
তবে এখনও প্রশ্ন রয়ে গেছে সিনেট এই বিল পাশ করবে কিনা?
ডেমোক্র্যাট মেজরিটির সিনেট নেতা চ্যাক সুচুমার জানিয়েছেন তারা এখন কোন সিদ্ধান্ত নেয়নি কীভাবে এ বিষয়টি নিয়ে এগুবে।
তারা আশা করে সিনেট প্রকৃত বাস্তবতাকে স্বীকার করবে এবং এর ফলে বাস্তবে তাদের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তা চিন্তা করবে।
কারণ, ১৭০ মিলিয়ন আমেরিকান এই অ্যাপ ব্যবহার করে এবং সাত মিলিয়ন ব্যবসায়ী এর সঙ্গে জড়িত।
তবে সব কিছু মিলিয়ে আমেরিকার নির্বাচনের আগে টিক টক ইস্যু বাস্তবে ওয়াশিংটনের জন্যে একটি বড় ইস্যু।
Leave a Reply