শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

জলবায়ুর ঝুঁকিতে থাকা ১০ লাখ মানুষকে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা দেবে ব্র্যাক

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৪.১১ পিএম

নিজস্ব প্রতিবেদক

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ১০ লাখ মানুষকে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে ব্র্যাক । “ইকুইটেবল এন্ড সাস্টেইনেবল ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ ডেল্টাপ্ল্যান হটস্পট ২০২২-২০২৬” শীর্ষক প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং আগামীর পথচলার নানা দিক নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার, ১৪ই মার্চ, ২০২৪ ঢাকার ব্র্যাক সেন্টারে প্রকল্পের বার্ষিক কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, ব্র্যাক ওয়াশ কর্মসূচি এবং আই আর সি নেদারল্যান্ডস এই প্রকল্পটি পরিচালনা করছে।

 

 

কর্মশালায় জানানো হয়, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ এর ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি ৩০ হাজারেরও বেশি মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করেছে। ১ হাজার ১২৯টি নিরাপদ পানির উৎস স্থাপনের জন্য স্থানীয় মানুষদের ঋণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ঋণ ও অনুদানের মাধ্যমে ৭ হাজার ৮০ টি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে, যার ফলে উপকৃত হয়েছে ৩৬ হাজারেরও বেশি মানুষ; এর মধ্যে নারীর সংখ্যা প্রায় ১৮ হাজার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি বরেন্দ্র, উপকুলীয়, হাওর এবং বন্যা কবলিত এলাকায়। এসব অঞ্চলের ১৪টি জেলায় প্রকল্পটির কার্যক্রম চলছে। এই জেলাগুলো হচ্ছে, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, জামালপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ।

 

 

কর্মশালায় একটি প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যালচেঞ্জ এর কর্মসূচি প্রধান এস. এম. মনজুর রশীদ। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডস দূতাবাসের ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের (আইডব্লিউআরএম) সিনিয়র পলিসি অ্যাডভাইজার ড. মোঃ শিবলী সাদিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এইচ এম খালেকুর রহমান, ওয়াটারএইড বাংলাদেশের এডভোকেসি এন্ড ক্যাম্পেইন লিড এডভোকেট ফাইয়াজউদ্দিন আহমদ এবং আই আর সির ইনোভেশন লিড ইঙ্গেবর্গ ত্রুকার্ট।

২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এক বছরে ৩০ হাজারেরও বেশি মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হয়েছে এবং নিরাপদ পয়ঃনিষ্কাশন সুবিধা পেয়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024