সারাক্ষন ডেস্ক
ইউনাইটেড আরব আমিরাত যদিও ২৯ রমজান থেকে ঈদের ছুটি ঘোষণা করেছে, যার ফলে ছয় দিন ঈদের ছুটি হবে সেখানে।
তবে মূলত তাদের রাজধানী দুবাইতে নয় দিনের ঈদের ছুটি থাকবে।
এই নয় দিন দুবাইতে ঈদ এবং ঈদ অবকাশ পালনের জন্যে তাদের বিভিন্ন বিমান ও কোম্পানি নানান ধরনের প্যাকেজ ঘোষণা করেছে।
উল্লখ্যে, ঈদের বা বিভিন্ন ছুটিতে শুধু দক্ষিণ এশিয়া নয়, পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ অবকাশ যাপনের জন্য এই বিশেষভাবে সুবিধা ও সৌন্দর্যের ব্যবস্থা করা মরু ও সাগর ঘেরা শহরটিতে মানুষ ছুটে আসে।
ইতোমধ্যে সেদেশের অধিকাংশ প্যাকেজ বুকিং শুরু হয়ে গেছে।
এমনকি কোন কোন বুকিং শেষের পথে।
Leave a Reply