সারাক্ষণ ডেস্ক
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ২০১১ থেকে ২০২২ সাল অবধি সোমালিয়ান জলদস্যুরা ১৬০টি জাহাজের ওপর আক্রমন চালিয়েছে।
এই আক্রমন এর আগে আরো বেশি ছিলো।
তবে আমেরিকা ও সহযোগীদের নেভি’র উপস্থিতির ফলে এটা মূলত কমেছে। আগে আরো বেশি ছিলো।
বাস্তবে এই দুস্যুরা শুধুমাত্র ভারত মহাসাগরে নয় আরব সাগরেও তাদের আক্রমন চালায়।
সোমালিয়ান জলদস্যুদের যদিও এই দস্যুতার দীর্ঘ অতীত আছে।
তার পরেও আমেরিকা ও তার সহযোগীদের নৌ বাহিনীর কার্যক্রম ক্রমেই এটা কমিয়ে আনছে।
Leave a Reply