বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৯০)

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪.৫৫ পিএম

পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।

নেতার হাতের ভারী ছড়ি

রুজভেল্ট বলতেন, নেতা কথা বলবেন আস্তে কিন্তু হাতের ছড়িটি হবে ভারী।

এই হাতের ভারী ছড়ির অর্থ কি?

ভারী ছড়ি অর্থ এ নয় যে নেতা শাস্তি দেবার জন্যে সব সময় ব্যস্ত থাকবে। নেতা অসম্ভব রকম কঠোর হবে। মূলত নেতার কৌশল ও সিস্টেম হবে অত্যন্ত সুচারু বা নিপুন।

এবং নেতাকে প্রতি মুহূর্তে তার কৌশল নিয়ে সজাগ থাকতে হবে যেন তার ফাঁক গলিয়ে কেউ না যেতে পারে।

কোম্পানিতে, সংগঠনে, রাষ্ট্রে নেতা যদি মাইক্রো ম্যানেজমেন্টে চলে যায় তাহলে অবশ্য নেতা ফেল করবে। নেতার ম্যাক্রো ম্যানেজমেন্টের ফলে মাইক্রো ম্যানেজমেন্ট স্বাভাবকিই সুচারু ভাবে চলবে।

নেতার ছড়ি ভারী না হলে, নেতার সিস্টমে গলিয়ে প্রথম চলে যাবে অর্থ। আর সংগঠন, কোম্পানি বা রাষ্ট্র থেকে যখনই অর্থ চলে যাওয়া শুরু হয় তখনই ধরে নিতে হয় ওই নেতা কাউন্ট ডাউনে চলে গেছে।

আর যতক্ষণ  অর্থের আগমন বা অর্থের সঠিক ব্যবহার হয় ততক্ষন ধরতে হয় নেতা এগিয়ে চলেছে বা সঠিক পথে আছে।

নেতা কেন আস্তে কথা বলবে-

জোরে কথা বলবে সেই যে ক্ষমতাহীন বা অজ্ঞ।

নেতা কখনও ক্ষমতাহীন বা অজ্ঞ হতে পারে না। যখন কোন নেতা উগ্র আচরন করবে তখনই ধরে নিতে হবে অর্থ চলে যাওয়া শুরু হলে যেমন কোন নেতার কাউন্ট ডাউন শুরু হয়ে যায় এখানেও তেমনটি ঘটছে্।

হয়তো দেখা যায় এমন উচ্চকন্ঠ ও হালকা ছড়ির নেতা অনেক সময় থাকে তার মানে এই নয় যে সে নেতা।

মনে রাখা উচিত কখনও কখনও কোন কোম্পানি,সংগঠন বা দেশ ফলস নেতার অধীনে চলে। তার অর্থ এ নয় যে নেতা ছাড়া চলতে পারে। শেষ হিসেবে দেখা যায় ওই সময়টা একটা ক্ষতিকর সময়ই ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024