সারাক্ষণ ডেস্ক
নানা সময়ে নতুন রূপে ও নানা লুকে ক্যামেরায় ধরা দেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ভক্তদের সামনে।
অভিনয়ের পাশাপাশি জয়ার রূপ-গুণ মুগ্ধতা ছড়ায় অনুরাগীদের মাঝে। এ নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহও থাকে।
এবারও তাই হয়েছে। নতুন লুকে আলোচনায় এসেছেন জয় আহসান।
অভিনেত্রীর সাজেও রেখেছেন গ্ল্যামারের ছোঁয়া।
গত ৯ ফেব্রুয়ারি জয়া অভিনীত একটি সিনেমা পশ্চিমবঙ্গে মুক্তি পায়।
‘ভূতপরী’ নামের সিনেমাটির নির্মাতা সৌকর্য ঘোষাল। সিনেমাটির প্রশংসা করেছেন দর্শক-সমালোচকেরা।
একই দিন জয়ার আরেকটি সিনেমা ‘পেয়ারার সুবাস’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নূরুল আলম আতিকের সিনেমাটিও বেশ প্রশংসা পায়।
Leave a Reply