৩৩. কিছুক্ষণ পর দু’জন অতিথি উঠে দাঁড়িয়ে বললেন: “আজ আমরা খুব খুশী, মদও পান করেছি অনেক। বিদায় নেওয়ার আগে আমরা চাঁদের প্রাসাদে একটু বেড়িয়ে আসি, কেমন?” এই কথা শুনে মহাপুরুষ মাথা নত করে রাজী হলেন।
৩৪. মদ ও খাবারসহ মহাপুরুষ এবং অতিথি দু’জন চাঁদের ভেতরে প্রবেশ করলেন। শিষ্যরা নীচ থেকে তাকিয়ে দেখল যে তাঁরা চাঁদের মধ্যে বসে মদ পান করতে করতে কথাবার্তা বলছেন, আয়নার ভেতরের প্রতিচ্ছায়ার মতো ওদের ভ্রও দাড়ি স্পষ্টভাবে দেখা গেল।
৩৫. হতভম্বিত ওয়াং ছি’র যখন হুঁশ হল তখন সে দেখল যে চাঁদ অন্ধকারে ঢেকে গেছে। একটি শিষ্য মোমবাতি নিয়ে এলে দেখল যে মহাপুরুষ একা মাদুরের ওপর বসে আছেন, অন্য দু’জন অতিথিও উধাও হয়ে গেছেন।
৩৬. মহাপুরুষ মাথা তুলে সবাইকে জিজ্ঞেস করলেন, “তোমরা পেট ভরে খেয়েছো?” সবাই উত্তর দিল: “হ্যাঁ, খেয়েছি।” মহাপুরুষ বললেন: “এখন ঘুমোতে যাও, কাল ভোরে কাঠ কাটতে যেতে যেন দেরী না হয়।” সবাই তার কথায় রাজী হয়ে বিশ্রাম করতে গেল।
Leave a Reply