শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

আইসিটি’র চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মৃত্যুতে নির্মূল কমিটির শোক প্রকাশ

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ৩.৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শুক্রবার ১৫ মার্চ, সংগঠনের এক শোক বিবৃতিতে বলা হয়-

 

‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আজ সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

 

‘গোলাম আরিফ টিপু ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন প্রগতিশীল সংগঠন এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

 

‘গোলাম আরিফ টিপুর নেতৃত্বে ১৯৫২ সালে রাজশাহীতে ভাষা আন্দোলন সূচিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাঁকে একুশে পদক প্রদান করে।

 

‘মুক্তিযুদ্ধের প্রায় ৪০ বছর পর দেশে ও বিদেশে জামায়াত-বিএনপি চক্রের যাবতীয় অপপ্রচার ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে এডভোকেট গোলাম আরিফ টিপু যে সাহস, সততা ও দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলা পরিচালনা করেছেন তা গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারিক মামলার ইতিহাসে গুরুত্বের সঙ্গে লিপিবদ্ধ থাকবে। শেষের দিকে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন, কিন্তু সব সময় তিনি ট্রাইবুনালের অন্যান্য প্রসিকিউটদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটরা যাবতীয় হুমকি ও সীমাবদ্ধতা মোকাবেলা করে অত্যন্ত দক্ষতার সঙ্গে মামলাগুলো পরিচালনা করেছেন, যার শতভাগ সাফল্য তারা দাবি করতে পারেন। এডভোকেট গোলাম আরিফ টিপুর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হবে না।

 

‘’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনে আমাদের সহযোদ্ধা গোলাম আরিফ টিপু অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার পাশাপাশি আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’

 

স্বাক্ষরদাতারা হলেন-

 

বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, চলচ্চিত্রনির্মাতা নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি, সমাজকর্মী কাজী মুকুল, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, যাত্রাশিল্পী মিলন কান্তি দে, আবৃত্তিশিল্পী মোঃ শওকত আলী, অধ্যাপক মেজবাহ কামাল, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, সমাজকর্মী সুব্রত চক্রবর্ত্তী, ভূতত্ত্ববিদ মকবুল-ই এলাহী চৌধুরী, সমাজকর্মী শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, সমাজকর্মী কাজী লুৎফর রহমান, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূঁইয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, সাংবাদিক শওকত বাঙালি, অধ্যক্ষ কামরুজ্জামান, লেখক আলী আকবর টাবী, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, অনলাইন এ্যাক্টিভিস্ট ড. কানিজ আকলিমা সুলতানা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, লেখক অনলাইন এ্যাক্টিভিস্ট অমি রহমান, সংস্কৃতিকর্মী পিন্টু সাহা, এডভোকেট আবদুল মালেক, লেখক কলামিস্ট মিথুশিলাক মুর্মু, কলামিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীন, মানবাধিকারকর্মী রহমান খলিলুর, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সাংবাদিক দিলীপ মজুমদার, সমাজকর্মী রাশেদুল ইসলাম, সমাজকর্মী ইস্রাফিল খান বাপ্পি, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি, সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024