সারাক্ষন ডেস্ক
মিয়ানমারের সামরিক সরকার সে দেশের বিদ্রোহ ঠেকাতে কমপক্ষে ৮০ টি উপ-শহরের ফোন লাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।
এরমধ্যে আরকানের ১৭টি উপ- শহরেরই ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ। তেমনি বন্ধ রয়েছে স্যাগিং এর ৩৪টি উপ শহরের মধ্যে ২৭টির।
এছাড়া, সান, চিন, কাচিন, ম্যাগওয়ে, ব্যাগো, আয়োদি প্রদেশ গুলোর উপ- শহরেরও একই অবস্থা।
উল্লেখ্য, আরকান ও সান এলাকার অধিকাংশ সামরিক ঘাটি বিদ্রোহিরা দখল করে নিয়েছে। আরকান আর্মি দাবী করছে তারা রাখাইন প্রদেশের ১৮০টি সামিরক ঘাটি দখল করেছে।
Leave a Reply