সারাক্ষণ ডেস্ক
ভারতের নির্বাচন কমিশন সে দেশের আসন্ন লোকসভা নির্বাচনের জন্যে কর্পোরেট থেকে শুরু করে নিম্মমানের ব্যবসায়ীরা কে কত নির্বাচনী বন্ড কিনে ডোনেশান দিয়েছে সে তালিকা প্রকাশ করেছে।
এই ডোনেশান দেবার তালিকার মধ্যে সে দেশের স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তাল, সুনীল ভারতী মিত্তালের এয়ারটেল, অনিল আগরওয়ালার ভেডান্তা, ও আইসিটি মহেন্দ্রগ্রুপ সহ কম বেশি ছোট বড় সব ব্যবসায়ী গ্রুপ রয়েছে।
যদিও ইতোমধ্যে অনেকে জেনে গেছেন, এই ডোনেশানের মধ্যে সব থেকে বড় অংশ পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।
যার পরিমান ৬ হাজার কোটি টাকা। কংগ্রেসও তার থেকে খুব বেশি পিছে নেই।
Leave a Reply