সারাক্ষণ ডেস্ক
নেপালের কারনালি প্রদেশের সরকার সেখানে ভর্তুকি দিয়ে অর্গানিক কৃষি চাষ বৃদ্ধি করার চেষ্টা যেমন অব্যাহত রেখেছে তেমনি আইন করেও তারা সেটা এগিয়ে নেবার চেষ্টা করছে।
কৃষিতে তারা কোন রাসায়নিক সার ব্যবহার করছে না। এমনকি অজৈব কীটনাশক ছাড়া কোনরূপ রাসায়নিক কীটনাশকও ব্যবহার করছে না।
এ ধরনের কৃষির ভেতর দিয়ে যে খাদ্য শস্য উত্পাদিত হবে সেটা যেমন স্বাস্থ্য’র জন্য অনেক বেশি উপযোগী; তেমনি নেপাল সরকার মনে করছে এভাবে অর্গানিক কৃষিকে এগিয়ে নিতে পারলে বর্তমান বিশ্বের অর্গানিক কৃষিপণ্যের বাজারেও তারা এর সুফল পাবে।
নেপালের এই প্রচেষ্টার কারণে ওই প্রদেশটির নামই ইতোমধ্যে অর্গানিক প্রভিন্স হিসেবে পরিচিতি পেয়েছে ।
Leave a Reply