নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের নির্বাচনের সংবাদ এখন পৃথিবীর প্রায় সব সংবাদ মাধ্যমে। তাদের নির্বাচনটিও যে যথেষ্ট ভালো হয়েছে সে কথাও স্বীকার করছে সকলে। এমনকি কোন কোন সংবাদ মাধ্যম এ সংবাদও গুরুত্ব দিয়ে প্রকাশ করছে।
এ নির্বাচনের ভেতর দিয়ে পাকিস্তানে সব থেকে দুর্বল অবস্থানে চলে গেছে ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো। তারা মাত্র কয়েকটি আসনে জয়লাভ করেছে।
পৃথিবীর অনেক মানুষ যখন এ সংবাদ জানছে সে সময়ে পাকিস্তানের বেলুস্থিানের গ্রামের বেশি ভাগ নারী জানেন না তাদের এই নির্বাচনের ফলের সংবাদ। অথচ ভৌগলিকভাবে পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ এটা। এই প্রদেশে এখনো নারী শিক্ষার হার মাত্র ২%।
পাকিস্তানের নারী শিক্ষার হার সব থেকে কম যেখানে বেলুচিস্থান প্রদেশে সেখান বাংলাদেশের কোন জেলায় সব থেকে কম নারী শিক্ষার হার এটা খুঁজতে গেলে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে।
কিন্তু পার্থক্যটা আরব সাগরের থেকে অনেক বেশি। বাংলাদেশের সব থেকে কম নারী শিক্ষার হার ময়মনসিংহে কম হলেও এটা ২ বা ৪ নয়, রীতিমত ৬৭.০৯ %।
তাই পাকিস্তানের অনেকে বা পাকিস্তান নিয়ে যারা গবেষণা করেন তাঁরা নির্বাচনের এই ডামাডোলের মধ্যে সামনে এনেছেন বেলুচিস্থানের নারী শিক্ষার হারটি। শুধু নারী শিক্ষা নয়, নারী স্বাস্থ্য সেবারও একই অবস্থা ওই পাকিস্তানের ওই প্রদেশে।
Leave a Reply