সারাক্ষণ ডেস্ক
ঋতুরাজের বসন্তের মাতাল সমীরণ দেখতে দেখতে ফাল্গুন মাস শেষ হয়ে গেল। আগমন ঘটেছে চৈত্রের। আজ চৈত্রের দ্বিতীয় দিন। চলমান চৈত্রের দাবদাহ না থাকলেও দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবুও তার মাঝে থাকে চৈত্রের প্রখরতা। চারিদিকে কেমন যেন খাঁ-খাঁ। প্রকৃতি যেন একে বাড়েই হয়ে ওঠে রুক্ষ সুক্ষ। চৈত্রের দুপুরে গগণ সূর্য যেন অগ্নিবর্ষণ করে প্রকৃতি ও মানবজীবনে। বৃষ্টি নিয়ে সুখবর দিলেও আবহাওয়া অধিদপ্তর ঈঙ্গিতও দিয়েছে তাপমাত্রা বাড়ার ।
রাজধানীসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ৪০ থেকে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকাল ৯টায় আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ সকাল ৯টার পর থেকে উল্লেখিত অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক থাকতে পারে।
নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, কুষ্টিয়া, খুলনা, যশোর, বরিশাল এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামীকাল রোববার (১৭ মার্চ) খুলনা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পরবর্তী পাঁচ দিনেও আংশিক মেঘলা আকাশসহ কিছু জায়গায় বৃষ্টির প্রবনতা দেখা যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
Leave a Reply