৪১. মহাপুরুষ ওয়াং ছিকে জিজ্ঞেস করলেন সে কি রকম ক্ষমতা লাভের বিদ্যা শিখতে চায়। ওয়াং ছি কিছুক্ষণ ভেবে বলল: “আমি প্রায়ই দেখি গুরুদেব যখন পথ দিয়ে চলেন তখন দেয়াল আপনার বাবা হয়ে দাঁড়ায় না। যদি আমি এই ক্ষমতা অর্জন করতে পারি, তাহলে আমার মনস্কামনা সিদ্ধ হবে।”
৪২. মহাপুরুষ ওয়াং ছি’র আবেদনে সম্মত হলেন। তিনি সত্যিই তাকে দেয়াল ভেদ করার জাদুমন্ত্র শেখালেন। এর পর মুখে হাসি ও উৎফুল্ল দেখাল ওয়াং ছিকে।
৪৩. ওয়াং ছি’র জাদুমন্ত্র পাঠ শেষ হলে মহাপুরুষ তাকে বললেন: “দেয়ালে ঢোকো।” ওয়াং ছি দেয়ালের দিকে মুখ করে দাঁড়াল, দুরু দুরু করে কাঁপছিল তার বুক, সামনে এগিয়ে যাওয়ার সাহস পেল না সে। মহাপুরুষ তাড়া দিয়ে বললেন: “তাড়াতাড়ি ঢোকো।”
৪৪. ওয়াং ছি দ্বিধাভরে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু দেয়ালের ঠিক কাছে যেতেই পাথরের দেয়ানে যে বাধা পেল। ওয়াং ছি হতাশ হয়ে পড়ল।
Leave a Reply