সারাক্ষণ ডেস্ক
একসময় সহকর্মী ছিলেন দুজন। এরপর মন দেওয়া-নেওয়া।
২০১৯ সালে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় তাঁরা। চার বছর চুটিয়ে প্রেম করার পর এবার মালাবদল হলো অভিনেতা-অভিনেত্রীর।
দিল্লির আইসিটি গ্র্যান্ডে জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ে সম্পূর্ণ করেন বলি নায়ক পুলকিত সম্রাট আর অভিনেত্রী কৃতি খরবান্দার। গত বৃহস্পতিবার হয় তাদের মেহেদি অনুষ্ঠান।
বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূ বেশে আলো ছড়াচ্ছিলেন কৃতি। আর শেরওয়ানিতে বরের সাজ নিছিলেন পুলকিত।
আজ শনিবার নিজেদের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন তাঁরা।
ক্যাপশনে লিখেছেন—‘গভীর নীল আকাশ থেকে ভোরের শিশির পর্যন্ত, উত্থান-পতনে, শুরু থেকে শেষ পর্যন্ত, এখন থেকে তারপর পর্যন্ত, শুধু তুমি, যখনই আমার হৃদয়ে অন্য রকম স্পন্দন জাগে, তখন এটি তোমারই হতে চায়, ধারাবাকিভাবে, ক্রমাগতভাবে, তুমি…।’
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিয়েতে উপস্থিত ছিলেন বর-কনের পরিবার, বলিউড তারকা এবং কাছের বন্ধুরা। যদিও পুলকিতের এটা দ্বিতীয় বিয়ে।
Leave a Reply