সারাক্ষণ ডেস্ক
সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর একটি সম্মিলিত দল ছিনতাই হওয়া বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাহ এবং তার মধ্যে থাকা ২৩ নাবিককে উদ্ধারে অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে।
বাংলাদেশ সময় আজ সোমবার সন্ধ্যায় সোমালি পুলিশের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এমভি আবদুল্লাহকে গত সপ্তাহে সোমালিয়ার উপকূলে ছিনতাই করা হয়। প্রায় এক দশক শান্ত ছিল সোমালি জলদস্যুরা। কিন্তু গত নভেম্বর থেকে ২০ টিরও বেশি জাহাজ ছিনতাই চেষ্টার পর সর্বশেষ ঘটনা হল এমভি আব্দুল্লাহ ।
এর মধ্যে গত শনিবার ভারতীয় নৌবাহিনী আরেকটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে। মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটিকে গত ডিসেম্বরে ছিনতাই করা হয়েছিল। অভিযানে ভারতীয় কমান্ডোরা জাহাজে জিম্মি হয়ে থাকা ১৭ নাবিক ও ক্রুকে মুক্ত করে। পাশাপাশি আটক করে ৩৫ জলদস্যুকে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমালিয়ার পুন্টল্যান্ড এলাকাটি অসংখ্য জলদস্যু চক্রের ঘাঁটি।
সতর্কতায় সাথে এমভি আবদুল্লাহকে জব্দ করা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুতি নিয়েছে সোমালিয়ার পুন্টল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির পুলিশ বাহিনী।
একটি বিবৃতিতে পুন্টল্যান্ড পুলিশ বলেছে, ‘আন্তর্জাতিক নৌবাহিনী হামলার পরিকল্পনা করছে—এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনীও প্রস্তুত রয়েছে।’
গতকাল রোববার পুন্টল্যান্ড পুলিশ জানিয়েছিল—তারা এমভি আবদুল্লাহর বোর্ডে জলদস্যুদের সরবরাহ করার জন্য মাদক পরিবহনকারী একটি গাড়ি জব্দ করেছে।
তথ্য : সংবাদ সংস্থা রয়টার্স
Leave a Reply