সারাক্ষন ডেস্ক
থাইল্যান্ডের কোন প্রতিরক্ষা মন্ত্রী এই প্রথমবারের মতো বললেন, সেদেশের সেনাবাহিনীতে পরিবর্তন আনা হবে।
থাইল্যান্ডের রাজনীতির সঙ্গে সে দেশের সেনাবাহিনী নানা কারণে জড়িয়ে গেছে। রাজনীতিতে তাদের একটা অবস্থান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছে।
গত নির্বাচনের আগে এটার পরিবর্তনরে দাবী বড় সবগুলো রাজনৈতিক দলের থেকে এসেছিলো। এমনকি বর্তমান সরকারের বড় অংশীদার পিউ থাইও সেটা চেয়েছিলো।
থাই প্রতিরক্ষা মন্ত্রী আজ জানালেন, থাই সরকার সেনাবাহিনীতে পরিবর্তন আনার পক্ষে তবে সেটা ধীরে ধীরে হবে। খুব দ্রুত করা হবে না।
Leave a Reply