সারাক্ষণ ডেস্ক
পৃথিবী জুড়ে বছরে অবৈধ যৌন ও জোরপূর্বক শ্রম ব্যবসায় লাভ হচ্ছে ২৩৬ বিলিয়ন ডলার। অবৈধ এই চক্রটি মূলত নারী পাচারের মাধ্যমে বা নানানভাবে মেয়েদের অবৈধ যৌন কাজে ব্যবহার করছে। ঠিক একই ভাবে বিপুল সংখ্যক শ্রমিককে অবৈধভাবে জোরপূর্বক কাজ করাচ্ছে।
তারা তাদের মাধ্যমে যে আয় করছে তার প্রায় সবটুকুই নিয়ে নেয়। যাদেরকে এ কাজে ব্যবহার করছে তাদের পেছনে ওই আয়ের চার ভাগের এক ভাগও ব্যয় করে না। জাতি সংঘের শ্রম এজেন্সি আজ একথা জানায়।
ইন্টারন্যাশনাল লেবার অর্গানা্ইজেশানের মতে ২০২১ সালের তুলনায় এই অবৈধ আয় ৩৭ ভাগ বেড়েছে। যা অর্থের পরিমানে ৬৪ বিলিয়ন ডলার।
Leave a Reply