মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

কচি-কাঁচা একাডেমির ৩৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০২ পিএম

নিজস্ব প্রতিবেদক

দুজন প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করার মধ্য দিয়েই গাজীপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমির ৩৫বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।

কচি-কাঁচা একাডেমির সাবেক সহকারী শিক্ষক জনাব পিয়ারা জাহান আলী ও জনাব মৌসুমা রহমানকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান এবং শুভেচ্ছা উপহার হিসেবে ‘শাল’ পরিয়ে দেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সভাপতি ডা: সোহানা সরকার।

ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনতায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি কচি-কাঁচা একাডেমির সাবেক সহকারী শিক্ষক জনাব পিয়ারা জাহান আলী ও মৌসুমা রহমান এবং প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সভাপতি ডা: সোহানা সরকার।

অন্যান্য কর্মসূচির মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশ, আলোকচিত্রী প্রদর্শনী, নিরবিচ্ছিন্নভাবে একযুগ কর্মজীবন সম্পন্নকারী শিক্ষকদের নামে বিভিন্ন শ্রেণিকক্ষের নামকরণ, শুভেচ্ছা স্মারক প্রদান, আলোচনা, আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশনা, মেধা পুরস্কার ও শ্রেষ্ঠ উপস্থিতি পুরস্কার প্রদান করা হয়।

এদিন সকালে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন হয়।

এরপর ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী’র কবর জিয়ারত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কচি-কাঁচা একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খালেদা সিদ্দিকী। প্রাক্তন কচি-কাঁচাদের সঙ্গে নিয়ে দেওয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সভাপতি ডা: সোহান সরকার, আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সদস্য ডা: নার্গিস আক্তার হীরা।

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটিতে নিরবিচ্ছিন্নভাবে একযুগ কর্মজীবন সম্পন্নকারী শিক্ষক রোমা পারভীন, মো: রাজিবুল আলম, মো: হাসমত উল্লাহ, অমিতাভ হালদার, শাহের বানু ও মাকসুদা খাতুন লিপি তাদের নামে নামকরণকৃত বিভিন্ন শ্রেণিকক্ষের উদ্বোধন করেন। ২০২৩ সালের একাডেমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন শ্রেণির ২৩৭ জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ২য় শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ, ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ‘গ’ গ্রপ এবং ৯ম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত ‘ঘ’ গ্রুপে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‘ক’ গ্রুপে প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে ২য় শ্রেণির শিক্ষার্থী মো: তাহসিন ইসলাম আয়াত, দ্বিতীয় স্থান অধিকার করেছে একই শ্রেণির মোনজারিন ফিহা এবং তৃতীয় স্থান অর্জন করেছে জুয়াইরিয়া জামান সাফিয়া।

‘খ’ গ্রুপে প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে ৫ম শ্রেণির শিক্ষার্থী আমিনা বুশরা ফাইজা, দ্বিতীয় স্থান অধিকার করেছে একই শ্রেণির সামীহা জাহান এবং তৃতীয় স্থান অর্জন করেছে আনিসা ইবনাত মুন।

‘গ’ গ্রুপে প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে ৭ম শ্রেণির শিক্ষার্থী আফরা ইবনাত খান, দ্বিতীয় স্থান অধিকার করেছে ৮ম শ্রেণির নাঈমা আফরোজ কাশফিয়া এবং তৃতীয় স্থান অর্জন করেছে একই শ্রেণির শাখিন আনজুম অর্পা।

‘ঘ’ গ্রুপে প্রথম স্থান লাভের গৌরব অর্জন করেছে ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী মীম, দ্বিতীয় স্থান অধিকার করেছে ১২শ শ্রেণির অনন্ত কর্মকার এবং তৃতীয় স্থান অর্জন করেছে ৯ম শ্রেণির মৌসী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব আব্দুর রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনাব আব্দুর রহমান।

অনুষ্ঠান শেষে সোসাইটির সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024