শিবলী আহম্মেদ সুজন
যানজট পেরিয়ে আজ ২ টা ৩০ মিনিটে বনানীর সি-ব্লকের কিনড্রেড ফুড গার্ডেনে গিয়ে দেখা গেল অন্যরকম এক মন মুগ্ধকর পরিবেশ । সব কিছু সাজানো গোছানো । ভিতরে ঢুকতেই গেটের পাশে একটি তাঁক রয়েছে । তাঁকের মধ্যে উপন্যাস, গল্পের বই সহ রয়েছে মাটির তৈরি চাঁয়ের কাপ, বাঁটি , মাটির থালা-বাসন। কিনড্রেড ফুড গার্ডেনের দেওয়ালে পেইন্টিং লাগানো আছে । চেয়ার টেবিল যেমন গোছনো তেমনি প্রতিটি টেবিলে রয়েছে পানির বোতল ।
কিনড্রেড ফুড গার্ডেনের ক্যাশিয়ার মোঃ জনির সাথে আলাপচারিতায় যা উঠে আসে-
বেচা-কেনা কেমন হচ্ছে ?
এ প্রশ্নের উওরে তিনি বলেন, বেচা-কেনা তুলনামূলক ভাবে খুব ভালো হচ্ছে ।
ইফতারিতে এক সাথে কতজন বসে ইফতারি করতে পারবে ?
এ প্রশ্নের উওরে তিনি বলেন , আমাদের এখানে সব মিলিয়ে ১৭০ জনের মতো ইফতার করতে পারবে ।
সেহেরির ব্যবস্থা আছে কিনা ?
এ প্রশ্নের উওরে তিনি যা বলেন , ১৭০ জনের বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকলেও সেহেরিতে খুব বেশি না হলেও ২০-২৫ জনের মতো ক্রেতা সেহেরি খেতে আসেন। সে সব খাবারের আইটেম আছে যেমন- স্টীমড রাইস,চিকেন কারি,মিক্সড ভেজিটেবল ও সালাদ ইত্যাদি।
কোন বয়সী ক্রেতা সব চেয়ে বেশি ইফতারি কিনতে আসেন?
এ প্রশ্নের উওরে তিনি বলেন, সব বয়সী ক্রেতারাই এখানে আসেন। তবে তরুণ থেকে শুরু করে মধ্যে বয়সীরাই বেশি আসেন। কেউ কেউ ইফতারি কিনে বাসায় নিয়ে যান । আবার কেউ এখানে বসেও ইফতার করেন ।
কিনড্রেড ফুড এন্ড গার্ডেনে সে সব ইফতারি আইটেম গুলো আছে-
১) প্লেইন খিচুড়ি, চিকেন শাসলিক, ফ্রেশ সালাদ, খেজুর, আপেল এবং কমলার টুকরো ৩২০ টাকা ।
রমজানের মেনু
২) চকলেট মিল্ক শেক ১১০ টাকা।
৩) ব্রাউনি মিল্ক শেক ১৩০ টাকা ।
৪) দই শেক ৯০ টাকা ।
৫) লুচি, ভেজিটেবল স্প্রিং রোল, চিকেন ড্রামস্টিক, ভাজা সবজি, খেজুর, আপেল এবং কমলার স্লাইস ৩৩০ টাকা।
৬) প্লেইন খিচুড়ি, তন্দুরি চিকেন, চাইনিজ সবজি, খেজুর, আপেল এবং কমলার স্লাইস ৩৯৫ টাকা ।
কিনড্রেড ফুড গার্ডেন খুঁজে পাওয়া খুব সহজ। ঠিকানাঃ হাউজ#৯৩,রোড-০৬, ব্লক-সি, বনানী , ঢাকা ।
Leave a Reply