সারাক্ষণ ডেস্ক
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠিন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অভিবাসী রেকর্ড হারে বেড়ে যাওয়ার কারণে দেশটি এ নতুন নিয়ম চালু করবে।
বৃহস্পতিবার ২১ মার্চ, অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২.৫% বৃদ্ধি পেয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেন, “নতুন অভিবাসন কৌশলে আমাদের দেশের জন্য অঙ্গীকারগুলো পূরণ করব। অভিবাসী সংখ্যাও কমিয়ে দেব।”
আগামী শনিবার থেকে এই নীতি কার্যকর হবে। নতুন নিয়মে স্টুডেন্ট ও স্নাতকে আবেদনে শিক্ষার্থীদের ভিসার জন্য ইংরেজি ভাষার দক্ষতার সীমা বাড়ানো হবে।
প্রাথমিকভাবে কাজের জন্য যারা অস্ট্রেলিয়ায় আসতে চান এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য একটি নতুন “প্রকৃত ছাত্র পরীক্ষা” চালু করা হবে। এর ফলে ভিজিট ভিসায় “আর না থাকার” শর্ত আরোপ করা হবে।
তথ্য: রয়টার্স
Leave a Reply