পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
ভবিষ্যতের পূর্বাভাস দেয়া সম্ভব নয় ভবিষ্যৎকে সৃষ্টি করতে হয়
সাধারণত ভবিষ্যতের যে দুয়ারে স্বাভাবিকভাবে মানুষ পৌঁছায় তা একটা সাধারণ ঘটনা মাত্র। এ অনেকটা নিত্যদিনের স্বাভাবিক প্রবাহমান ঘটনার মধ্য দিয়ে ঘটে। বাস্তবে প্রকৃত যে ভবিষ্যৎ তা নেতাকে তৈরি করতে হয়। নেতার নিজের গুনাবলী ও বুদ্ধিমত্তা সর্বোপরি, রিস্ক নেবার ভেতর দিয়েই সেটা গড়ে ওঠে।বাস্তবে বুদ্ধদেব বসুর কবিতার লাইনের মতো, আমাকে সৃষ্টি করেছি আমি। আসলে বাস্তবে কবির সেই মানস কন্যার মতো।
নেতা সব সময় ধারনা বা কনসেপ্ট নিয়ে আলোচনা করবেন
নেতা কখনো পরের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবেন না এবং তার চারপাশের কাউকে বা টিমকে এ কাজে অভ্যস্ত করাবেন না- এমনকি সুযোগও দেবেন না। নেতা সময়ইে কোন না কোন নতুন ধারনা বা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করবেন। এবং তিনি সেইভাবে তার টিমকে গড়ে তুলবেন। টিমের সকলের চরিত্র সেভাবেই যাতে গড়ে ওঠে তার সার্বিক পরিবেশ তিনি তৈরি করবেন।
সুযোগ হারিয়ে গেলেও শেষ হয়ে যায় না
মানুষ তার জীবনের সব সুযোগ গ্রহন করতে পারে না। অনেক সুযোগ সে হারিয়ে ফেলে। তার মানে এই নয় যে তার জীবন থেকে সুযোগ চলে গেছে। বাস্তবে এটা আমাদের যা গিয়েছে চলে তার সবটুকুই কি গেছে চলের মতো, কখনই সবটুকু চলে যায় না। জীবনের কোন কিছুই চলে যায় না। যে সুযোগ চলে যায় তাও কিছুটা পথ রেখে যায় । আর বাস্তবে প্রকৃত সুযোগ তৈরি করতে হয় নেতাকে- তার প্রজ্ঞা দিয়ে, টিমকে কাজে লাগিয়ে এবং যে কোন অবস্থায় ভেঙ্গে না পড়ে। ধীর স্থির মাথায় প্রতিটি পদক্ষেপ নিয়ে।
আমাদের জীবনকে সংজ্ঞায়িত করা হয় সুযোগগুলি দ্বারা, এমনকি যেগুলি আমরা হারিয়ে ফেলি সেগুলি দ্বারাও। – এরিক রথ। আমরা যে পছন্দগুলি করি এবং যে ঝুঁকিগুলি নেই তা আমাদের জীবনকে গঠন করে, ঠিক যেমনভাবে আমরা যে সুযোগগুলিকে অগ্রাহ্য করে চলে যাই তাও আমাদের জীবনকে গঠন করে।
Leave a Reply