নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং একটি ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য খুবই গুরত্ব দিয়ে চেষ্টা করছে মিয়ানমারের আরকান রাজ্যের বিদ্রোহি আরকান বুদ্ধিস্ট জনগোষ্টি নিয়ে তৈরি “আরাকান আর্মি”। আরকান আর্মির স্ট্র্যাটেজি অনেকটা এমন যে, বাংলাদেশ যেন কোন মতেই তাদের বিরুদ্ধে যুদ্ধের কোন সহায়তার স্থান না হয়। আর এজ্ন্য তারা বাংলাদেশকে এমন আশ্বাস দিতে চায়, তারা সরকার গঠন করার পরে আর কোন রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশে পাঠানো হবে না। এরই নিশ্চয়তা হিসেবে ইতোমধ্যে তারা তাদের অধিকৃত অঞ্চলগুলোতে সরকারের যে প্রশাসন চালু করছে সেখানে রোহিঙ্গাদের প্রতিনিধিদের অর্ন্তভূক্ত করেছে।
অবশ্য আরকান আর্মির স্ট্রাটেজি’র আরেকটি দিক হলো, তারা সম্পূর্ণ রূপে আরকানে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও বাংলাদেশে যে রোহিঙ্গা শরনার্থী আছে তাদেরকে ফেরত না নেয়া। কারণ, আরকান আর্মির নেতারা মনে করে এই সংখ্যক মুসলিম জনগোষ্টি সেখানে ফেরত নিলেই আরকান বুদ্ধিষ্টদের সঙ্গে তাদের আবার সংঘর্ষ হবে এবং তখন ওই সুযোগ নিয়ে মিয়ানমারের সামরিক সরকার সেটাকে সুযোগ হিসেবে নিতে পারে। তাই আপাতাত বাংলাদেশে যাতে আর কোন রোহিঙ্গা শরণার্থী না আসে সেই নীতি তারা নিয়েছে।
আরকান আর্মির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে উপরোক্ত বিষয় সারাক্ষণকে জানান।
উল্লেখ্য আরকানের বিভিন্ন সীমান্ত থেকে পাওয়া সংবাদে জানা যাচ্ছে ইতোমধে আরকানের বেশি অংশেই আরাকান আর্মি তাদের সরকার প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে।
Leave a Reply