সারাক্ষণ ডেস্ক
ইন্দোনেশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রি প্রাভো অফিসিয়ালি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি আগামি অক্টোবরে বর্তমান প্রেসিডেন্ট জোকাউই এর উত্তরাধিকারী হবেন।
রাজধানী জাকার্তার চিত্র
এশিয়ার অন্যতম বড় অর্থনীতির এই দেশটির প্রেসিডেন্ট নির্বাবাচনে মি. প্রাভো ৯৬.২ মিলিয়ন ভোট পেয়ে মোট উপস্থিত ভোটের ৫৮.৫৯% ভোট পেয়ে তার জয় নিশ্চিত করেছেন।
যদি্ও তার প্রতিদ্বন্ধিরা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তবে দেশে ও বিদেশে এই নির্বাচন নিয়ে বাস্তবে কোন প্রশ্ন নেই।
পৃথিবীর অন্যতম সুন্দর পর্যটন দ্বীপের দেশ
বরং ইতোমধ্যে আমেরিকার পররাষ্ট্র সচিব মি. ব্লিকেন ও চায়নার প্রেসিডেন্ট সি তাকে অভিন্দন জানিয়েছেন। এর পরে পৃথিবীর অধিকাংশ দেশ তাকে অভিন্দন জানিয়েছেন।
পাহাড়-দ্বীপে ঘেরা সুন্দর । ভ্রমনকারীদের তীর্থস্থান
তবে বৃহত এই অর্থনীতির দেশটি আগামীতে তার অর্থনীতি কীভাবে পরিচালিত করবে, এবং বর্তমানে যে সংকট আছে তা কীভাবে কাটাবে তা প্রকৃত অর্থে জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী অক্টোবর অবধি। এর আগে পরিপূর্ণ অর্থনৈতিক নীতি ঘোষিত হবে না।
Leave a Reply