সারাক্ষন ডেস্ক
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডিনা মনডিনো শুক্রবার জানিয়েছেন, তাঁর সরকার প্রাইভেট সেক্টরকে চায়নার সঙ্গে বানিজ্য করা নিয়ে কোনরূপ হস্তক্ষেপ করবে না। প্রাইভেট সরকার স্বাধীনভাবে এ ব্যবসা করতে পারবে।
প্রাইভেট সরকার চায়না থেকে কোন কোম্পানি কিনবে বা চায়নার কাছে কোন কোম্পানি বিক্রি করবে তা তাদের নিজ্স্ব বিষয়।
গত সরকারের মত এই সরকার এখানে কোন বিধি নিষেধ আরোপ করবে না। এবং কোন কোম্পানি কিনতে হবে, তার দাম কী হবে এ ধরনের কোন নেগোশিয়ানের সঙ্গে সরকার থাকবে না। এটা সম্পূর্ন প্রাইভেট সেক্টরের নিজস্ব বিষয়।
Leave a Reply