জাফর আলম, কক্সবাজার :
কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মো. নুর নামে এখনও একজন অপহরণকারিদের হাতে জিম্মি রয়েছে বলে জানানো হয়েছে। তারা সবাই কৃষি কাজের সঙ্গে জড়িত।
শনিবার (২৩ মার্চ) মধ্যে রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।উদ্ধারকৃতরা হলেন,জিহান, রফিক, শামীম, আব্দুর রহমান। তবে মো. নুর নামে আরেক জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওসমান গণি বলেন, টেকনাফের পশ্চিম পানখালী থেকে বৃহস্পতিবার ভোরে ৫ জন অপহরণের শিকার হন।
পরে তাদেরকে ছেড়ে দিতে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা। এরপর থেকে পুলিশের একাধিক টিম ৫ কৃষককে উদ্ধারে অভিযানে নামে। অপহৃতরা কৃষি কাজের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, অবশেষে শনিবার রাত সাড়ে ১২টার দিকে অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনকে লেদা পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারির সদস্য সংখ্যা ছিল ২৫ জনের মতো। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। তাদের আস্তানাও শনাক্ত হয়েছে। নুরকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। ৪ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Leave a Reply