বাংলাদেশ সফর করা সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সাক্ষাৎ হয়েছে ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে ১৮ মার্চ ঢাকা সফরে আসেন ভিক্টোরিয়া। ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান, রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেন।
জয়া, রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
সেখানে তিনি লেখেন, ‘ইউএনডিপি শুভেচ্ছাদূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সংস্থার বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তার সঙ্গে আমার দেখা হয়। এ সময় এসডিজি অর্জনে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।’
গতকাল চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন রাজকন্যা ভিক্টোরিয়া।
Leave a Reply