পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
স্মার্ট লিডার
চোখ রাখুন বৃহতে
আপনাকে অবশ্যই বড় একটা আশা নিয়ে এগুতে হবে। মাঝে মাঝে যে বাধা আসবে না তা নয়। পথ যে বন্ধুর হবে না তাও নয়। এমনকি মাঝে মাঝে গতিপথ বদলেও যেতে পারে। তাতেও কোন ক্ষতি নেই। গতি পথ বদলে যাওয়া মানে এই নয় যে আপনি থেমে গেছেন। গতিপথ বদলে যাওয়া মানে আপনি আরেকটি বন্দরের দিকে এগিয়ে চলেছেন। মনে রাখবেন, পৃথিবীর সব বন্দরেই কোন কোন নাবিক সোনা নিয়ে উপস্থিত হয়। তাই যে বন্দরেই পৌঁছাক না কেন জীবন জাহাজ- ক্ষতি নেই তাতে।
পৃথিবী সব সময়ই যোগ্যদের জন্য
ভবিষ্যৎ কোন বিধিলিপি নয়, ভবিষ্যতকে অর্জন করতে হয়।আর ভবিষ্যৎ অর্জিত হয় মানুষের দক্ষতার জোরে। এই দক্ষতা অর্জনের জন্যে শুধু ভালো হলে চলবে না, আরো ভালো হওয়াও যথেষ্ট নয় অন্তত শ্রেষ্ট হতে হবে, লক্ষ্য থাকবে সর্বশ্রেষ্ট হবার । তাহলেই পৃথিবী প্রকৃত অর্থে আপনার দখলে আসবে। পৃথিবী কখনই বেশি সময় অযোগ্য ও নষ্টদের দখলে থাকে না। তাই স্মার্ট নেতার কাজ প্রতি মুহূর্তে নিজেকে আরো ভালো করার চেষ্টায় নিবেদিত রাখা।
প্রয়োজনে নিজেই নিজের পথ পরিবর্তন করুণ
কখনো কখনো এমন সময় আসে যে সময়টা আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করার মত পরিবশেও আপনি পাবেন না। কিন্তু মনে রাখতে হবে, আপনাকে যে কোন মূল্যে গন্তবে পৌঁছাতে হবে। তাই সময় ও বাস্তবতা বুঝে পথ ও পথ চলার ধরণ আপনাকে নিধারণ করতে পবে। পরিস্থিতির সঙ্গে নিজেকে মিশিয়ে না দিয়ে পরিস্থিতিকে কাজে লাগিয়ে আপানাকে সামনের দিকে, সাফল্য’র দিকে এগিয়ে যেতে হবে। নিজেকে এভাবে পরিবর্তন করার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যর চাবিকাঠি।
Leave a Reply