রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে চলন্ত পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী পিক আপভ্যানে আগুন লাগতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। পিকআপভ্যানে থাকা প্লাস্টিকের পাইপ, গ্যাসের চুলা মালামাল পুড়ে যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পানির ব্যবস্থা না থাকায়। অফিস থেকে পানি রিজার্ভের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। গাড়ির চালকে পাওয়া যায়নি। তাই ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply