শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

আত্তিন অ্যারাবিয়ান রেষ্টুরেন্টে  ইফতার করতে পারে ১৩০ জন

  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫.৪৫ পিএম

শিবলী আহম্মেদ সুজন

 

ফিশ ট্যাংক। যেখানে আছে বিভিন্ন প্রকার রংবেরঙের সামুদ্রিক মাছ এবং  একটি ছোট্ট কচ্ছপ। এ যেন এক  প্রাকৃতিক  সৌন্দর্যের সমাহার। দেয়াল বিভিন্ন লতাপাতায় ঘেরা। লতাপাতাগুলো দেওয়াল বেয়ে  নিচে চলে এসেছে। দেওয়ালে খুব সুন্দর পেইন্টিং করা। সব কিছুই যেন পরিপাটি করে রাখা হয়েছে । বনানীর ২৭ নাম্বার রোডের ‘আত্তিন অ্যারাবিয়ান রেষ্টুরেন্ট’ এ গিয়ে এমনটাই মনে হল।

 

 

আত্তিন অ্যারাবিয়ান রেষ্টুরেন্ট এর ম্যানেজার মোঃ রেজাউল করিমের সাথে কথা বলে যা জানা গেল-

বেচা-কেনা কেমন হচ্ছে ?

প্রশ্নের উওরে তিনি বলেন, মোটামুটি বেচা-কেনা হচ্ছে । ঈদের আগে পর্যন্ত বেচা-কেনা খুব বেশি ভালো যাবে এমনটাই তিনি আশা করেন।

 

সেহেরির ব্যবস্থা আছে কিনা?

এ প্রশ্নের উওরে তিনি বলেন, আমাদের এখানে সেহেরির কোন ব্যবস্থা নেই ।

 

একসাথে কতজনের ইফতারি করার ব্যবস্থা আছে ?

আমাদের এখানে ১৩০ জন বসে ইফতারি করার সুব্যবস্থা রয়েছে ।

কোন বয়সী ক্রেতা সবচেয়ে বেশি আসেন?

মধ্যে ও তরুণ উভয় বয়সের ক্রেতারাই আসেন । কেউ কেউ এসে আবার ইফতারির অর্ডার দিয়ে যান । তখন আমরা পার্সেল করে পাঠাই।

 

আত্তিন অ্যারাবিয়ান রেষ্টুরেন্টে যেসব ইফতার আইটেম আছে –

১) পেয়াজু ২০ টাকা

২) আলুর চপ ২০টাকা

৩) বেগুনি ২০ টাকা

 

 

৪)  জিলাপী (প্রতিকেজি )২০০/৪০০ টাকা

৫)  ১দই বড়া প্রতিটি ৯০ টাকা

৬)মাংসের আলুর চপ ৯০ টাকা

 

 

৭) স্প্রিং রোল ৫০ টাকা

৮)চিকেন কাটলেট ৯০ টাকা

৯) ফিস ফিঙ্গার ৯০ টাকা

 

 

১০) সমচা ( চিকেন) ৬০ টাকা

১১) ভেজ পাকোরা ৪০ টাকা

 

 

১২) অনথন ৫০ টাকা

১৩) প্রন টেম্পুরা / প্রন কেক ৯০/১০০ টাকা

১৪) মাহলাবিয়া ৮০ টাকা

 

আত্তিন অ্যারাবিয়ান রেষ্টুরেন্ট খুঁজে পাওয়া সহজ।ঠিকানা: হাউজ#০৯,রোড#২৭, বনানী, ঢাকা-১২১২।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024